ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদযাত্রা 

মহাসড়কে পুলিশের ডিউটি ব্যবস্থাপনায় ব্রিফিং প্যারেড 

মহাসড়কে পুলিশের ডিউটি ব্যবস্থাপনায় ব্রিফিং প্যারেড 

নির্বিঘ্নে ঈদযাত্রায় সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের ডিউটি ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এ প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: সামিউল আলম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। সেইসাথে ঈদ আনন্দ নির্বিঘ করার লক্ষ্যে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখাসহ মহাসড়কের ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার, সহকারি পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো: আদনান মুস্তাফিজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা (জেলা কমান্ড্যান্ট) ফারুক আহম্মেদ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার ওসি, আনসার সদস্যসহ মহাসড়কের ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,পুলিশের ডিউটি,ব্রিফিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত