নির্বিঘ্নে ঈদযাত্রায় সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের ডিউটি ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এ প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: সামিউল আলম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। সেইসাথে ঈদ আনন্দ নির্বিঘ করার লক্ষ্যে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখাসহ মহাসড়কের ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার, সহকারি পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো: আদনান মুস্তাফিজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা (জেলা কমান্ড্যান্ট) ফারুক আহম্মেদ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার ওসি, আনসার সদস্যসহ মহাসড়কের ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।